Home About Us History of District Judiciary
‘‘আমাদের বিচারালয়’’
লক্ষ্মীপুর
লক্ষ্মীপুর জেলা আদালত সমূহের ইতিহাস-ঐতিহ্য:
লক্ষ্মীপুর মুন্সেফী আদালত, মূলত: বাঞ্চানগর মৌজায় অবস্থিত। একমাত্র ডাকঘরের নামই তৎকালে ব্যবহৃত হতো বাঞ্চানগর বলে। যা ইদানিং পরিবর্তন করে লক্ষ্মীপুর করা হয়েছে। বৃটিশ সরকার চৌকি(চাকলে) হিসেবে বাঞ্চানগর গ্রামে অবস্থিত বিচারালয়কে প্রাধান্য দিয়েছিল। উক্ত চৌকির রাজস্ব আদায়ের সুযোগ সুবিধা, অভাব-অভিযোগ, বিচার-আচার, ন্যায়-অন্যায়, বিশেষ করে জমিদারগনের খাজনা সেলামী ইত্যাদি সংগ্রহ করার প্রয়োজনে লক্ষ্মীপুর মুন্সেফী আদালতের প্রতিষ্ঠা বলে অনেকে মনে করে থাকেন। জেলা বারের বর্ষীয়ান আইনজীবীগনের ধারনা, ১৮৭০-১৮৭২খ্রী. সনের মধ্যে লক্ষ্মীপুর মুন্সেফী আদালথ প্রতিষ্ঠিতি হয়। একশত বৎসর পূর্বে ১৮৮৭ সালে লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতি প্রতিষ্ঠিত হয়।
উদ্ভাবনী কার্যাবলী:
জেলা জজ আদালতের মূল ভবনের তৃতীয় তলার দক্ষিণ পার্শ্বে একটি ব্রেস্ট ফিডিং কর্ণার স্থাপন করা হয়েছে এবং জনস্বাস্থ্য, লক্ষ্মীপুর কর্তৃক একটি সাবমারসিবল টিউবওয়েল স্থাপন প্রক্রিয়াধীন রয়েছে। চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনে সর্ব সাধারনের জন্য সুপেয় পানির ব্যবস্থা গ্রহন করা হয়েছে। বর্তমানে অত্র জেলার সকল আদালথ সমূহে অনলাইন কজলিষ্টের ব্যবস্থা চালু রয়েছে।