চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট

মোহাম্মদ খোরশেদুল আলম সিকদার
চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, লক্ষ্মীপুর।
জনাব মোহাম্মদ খোরশেদুল আলম সিকদার, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে বিগত ৩০/০৯/২০২৪ খ্রিস্টাব্দে লক্ষ্মীপুর জেলায় যোগদান করেন। শিক্ষা জীবনে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে এলএলবি (সম্মান) ও এলএল.এম ডিগ্রি অর্জন করেন। তিনি বিজেএস পরীক্ষায় সহকারী জজ হিসেবে উত্তীর্ন হয়ে বিগত ২০০৮ খ্রিস্টাব্দে বিচার বিভাগে যোগদান করেন। ইতিপূর্বে তিনি বাংলাদেশের বিভিন্ন জেলায় জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, সিনিয়র সহকারী জজ, যুগ্ম জেলা জজ ও অতিরিক্ত জেলা জজ হিসেবে কর্মরত ছিলেন। তার নিজ জেলা চট্টগ্রাম। তিনি দেশে ও বিদেশে আইন ও বিচার বিষয়ে উচ্চতর শিক্ষা ও প্রশিক্ষন গ্রহণ করেন।